বিষেশ প্ৰতিনিধি : মুকসুদপুর, গোপালগঞ্জ
মুকসুদপুর প্রেসক্লাব ৯ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মহোদয়কে সম্মাননা ট্রফি প্রদান করেছে। জেলা প্রশাসকের হাতে সম্মাননা তুলে দেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম।
এই সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, গোপালগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. আমিরুল মোস্তফা। এছাড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, শামসুল আরিফিন মুক্তা, হুসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, ত্রুীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ, সদস্য নূর আলম শেখ ও সদস্য মোঃ মিরান গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, “মুকসুদপুর প্রেসক্লাবের এই সম্মাননা আমার জন্য অত্যন্ত সম্মানের। সাংবাদিকরা সমাজের চোখ ও কন্ঠস্বর, তাদের সাথে সঠিকভাবে কাজ করা অত্যন্ত জরুরি।”
পত্রিকাজগতের এই বিশেষ মুহূর্তে প্রেসক্লাবের নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলেছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.