
চট্টগ্রামের ফৌজদারহাটে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে মহাসড়কের পাশে মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে পৌনে ১২টার দিকে তারা সড়কে বসে পড়লে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। শত শত কর্মকর্তা এ কর্মসূচিতে অংশ নেন।
অভিযোগে চাকরিচ্যুত কর্মকর্তারা জানান, চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৪০০ কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন এবং আরও ৪-৫ হাজার কর্মকর্তাকে ওএসডি করে কর্মস্থলে নিষ্ক্রিয় রাখা হয়েছে।
এর আগে শুক্রবার (৩ অক্টোবর) সংবাদ সম্মেলনে তারা রোববার থেকে টানা কর্মবিরতির ঘোষণা দেন। তবে শনিবার থেকেই মানববন্ধন ও অবরোধের মধ্য দিয়ে আন্দোলন শুরু করেন।
চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল) ও সীতাকুণ্ড মডেল থানার ওসি ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। একপর্যায়ে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ভুক্তভোগী কর্মকর্তা সাঈদুল ইসলাম বলেন, “ইসলামী ব্যাংকে কর্মরত চট্টগ্রামের প্রায় সাড়ে ৫ হাজার কর্মকর্তা চরম সংকটে পড়েছেন। চাকরিচ্যুতদের পুনর্বহাল, ওএসডি প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো আমাদের দাবিগুলো মানা হয়নি।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.