নেত্রকোণা প্রতিনিধি
পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে স্থানীয় উদ্যোগের প্রত্যয় নিয়ে নেত্রকোণায় পরিবেশ ও টেকসই উন্নয়ন বিষয়ক সংগঠন ক্লিন বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এবং অন্যচিত্র ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট নেত্রকোণা ” গঠন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার এআরএফবি গ্রন্থাগার হলরুমে আয়োজিত সভায় বিভিন্ন সংগঠন, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় মো. আলী আমজাদ মাষ্টার আহ্বায়ক এবং দিলওয়ার খানকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অনন্য চিত্র ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা। এতে অংশগ্রহণ করেন কেএমএ জামি, সুমন খান, সুমন পণ্ডিত, চন্দন নাথ চৌধুরী এবং গণমাধ্যম কর্মী ও উন্নয়নকর্মীরা।
রেবেকা সুলতানা ফোরামের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বলেন, স্থানীয় পর্যায়ে নদী রক্ষা, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, জলবায়ু অভিযোজন এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে আমরা টেকসই পরিবেশ গড়ে তুলতে পারি।
সভায় বক্তারা বলেন, নদী, বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত না করলে কোনো উদ্যোগ দীর্ঘস্থায়ী হবে না। ফোরামটি হবে নাগরিক, গণমাধ্যম ও প্রশাসনের মধ্যে এক সেতুবন্ধন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, “ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট–নেত্রকোণা” স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধি, নীতি-অধিকার প্রচার, নবায়নযোগ্য জ্বালানি, জীববৈচিত্র্য সংরক্ষণ ও নদী ব্যবস্থাপনা বিষয়ে কার্যক্রম পরিচালনা করবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.