অনিক রায়, ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা এবং সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টায় ভাঙ্গা উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ কর্মসূচির আয়োজন করে স্থানীয় সংবাদকর্মীরা। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর যেভাবে একের পর এক হামলা চালানো হচ্ছে, তা গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য হুমকি। তারা বলেন, ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিক মো. সরোয়ার হোসেনের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়— এটি গোটা সাংবাদিক সমাজের ওপর হামলার সামিল। হামলার সময় ক্যামেরা,মোবাইল ফোন ও পঞ্চাশ হাজার টাকা সহ প্রয়োজনীয় কাগজ পত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ প্রকাশ করেন উপস্থিত মহল। এ ধরনের হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ভবিষ্যতে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি শক্তিশালী আইন প্রণয়নের দাবি ওঠে সমাবেশ থেকে।
সমাবেশে বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি মামুনুর রশীদ, হামলার শিকার সাংবাদিক ও দৈনিক খোলা কাগজ ও মাই টিভি'র প্রতিনিধি মো. সরোয়ার হোসেন, সাংবাদিক মাসুম অর রশিদ, মুন্সী মনিরুজ্জামান, এনসিপির আশরাফ শেখ, রফিকুল ইসলাম, রবিউল ইসলাম, ওবায়দুর রহমান, মাহামুদুল হক বাহার, আখতারুজ্জামান, জাকারিয়া খান, সানোয়ার হোসেন, রিপন শেখ প্রমুখ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.