অনিক রায়, ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মীরাকান্দা গ্রামে চুরির অভিযোগে তিন যুবককে আটকে রেখে মাথার চুল কেটে দিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও গ্রামবাসীরা।মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে স্থানীয়দের হাতে আটক হওয়ার পর এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে সৌদি প্রবাসী জুয়েল মাতুব্বরের বাড়িতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, ৫–৭ জনের একটি দল ঘরে ঢুকে জুয়েলের স্ত্রী ও শিশুসন্তানকে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নেয়।
ঘটনার পরদিন জুয়েলের ছোট ভাই রুবেল মাতুব্বর নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পুলিশি পদক্ষেপের আগেই তারা নিজেরাই অনুসন্ধানে নামেন এবং সোমবার দিবাগত রাতে গাংজগদিয়া গ্রাম থেকে চুরির সন্দেহে মোশাররফের ছেলে বরকতকে আটক করেন। বরকতের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শলিথা গ্রামের এনামুল (পিতা: খোরশেদ মাতুব্বর) এবং ফুলসুতি গ্রামের আকাশ (পিতা: সেলিম মাতুব্বর)–কে আটক করা হয়।
পরদিন সকালেই স্থানীয় লোকজন তিনজনকে মীরাকান্দা গ্রামে নিয়ে এসে মাথার চুল কেটে দেন।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী তামান্না বেগম জানান, “চোরেরা ঘরে ঢুকে আমাকে ও আমার শিশুসন্তানকে জিম্মি করে। একজন কাঁচি দিয়ে সন্তানের গলায় ভয় দেখায়। আমি কিছু বলতে পারিনি। তারা স্বর্ণালঙ্কার, টাকা-পয়সা ও মোবাইল নিয়ে চলে যায়।”
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, আটক তিন যুবক আগে থেকেই মাদকাসক্ত হিসেবে পরিচিত এবং এলাকায় বিভিন্ন সময় চুরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। গ্রামবাসীর সামনে তারা চুরির কথা স্বীকারও করেছে।
এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, “ঘটনার বিষয়ে অবগত হয়েছি। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.