গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট এলাকার বাসিন্দা আলী সিকদারের জীবন দীর্ঘদিন ধরে কষ্টের। তার ছেলে আজিম শিকদার নেশার প্রতি আসক্ত। নেশার কারণে আজিম প্রায়ই বাবাকে মারধর করত। এই পরিস্থিতিতে আলী সিকদারের জীবন ক্রমশ ভয় ও উদ্বেগে ভরে উঠেছিল।
নিজ জীবনের নিরাপত্তা রক্ষার জন্য আলী সিকদার কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) জনাব আতাহার শাকিল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতের শুনানি শেষে আজিম শিকদারকে সাত মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয়রা জানিয়েছেন, এই শাস্তি নেশার কারণে পরিবারের সদস্যদের উপর অত্যাচার রোধে শিক্ষণীয় উদাহরণ হিসেবে কাজ করবে। তারা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে এবং পরিবারের পিতামাতাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।
এ ঘটনায় এলাকার মানুষ নেশার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। বিশেষ করে পিতামাতারা যেন সন্তানের নেশার কারণে আতঙ্কিত না হন, তার জন্য সামাজিক সচেতনতার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.