সামীর আল মাহমুদ, ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি প্রেসক্লাবের হিরক জয়ন্তী উপলক্ষে আজ রবিবার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে লোগোর আকারে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
গত ৫ অক্টোবর ঝালকাঠি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৬৫ সালে শহরের প্রাণ কেন্দ্রে (থানা সংলগ্ন এলাকায়) এটি প্রতিষ্ঠা লাভ করে। সাংবাদিকরা (মুজিবুল হক মেহেদীসহ বেশ কয়েকজন) মুক্তিযুদ্ধেও অংশ গ্রহণ করেন। সাংবাদিকদেরর মধ্যে প্রতিষ্ঠাকালীন সদস্য মুজিবুল হক মেহেদী শহীদ হন। প্রতিষ্ঠাকাল থেকেই স্বগৌরবে দাড়িয়ে আছে প্রেসক্লাব। সে হিসেবে ১৯৬৫-২০২৫ আজ প্রেসক্লাব ৬০বছরে পদার্পন করেছে। সদস্য প্রয়াত সভাপতি কাজী খলিলুর রহমানের সম্মানে অনাড়ম্বর পরিবেশে মোমবাতি প্রজ্জ্বলন করে পালন করা হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.