আব্দুল মতিন মুন্সী, স্টাফ রিপোর্টার
বোয়ালমারী (ফরিদপুর):
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কামার গ্রামে ঝড়ে রাস্তার পাশের একটি বড় গাছ উপড়ে পড়ে পাশের ব্যক্তিগত জমির পুকুরে পড়ে যায়। পরে জমির মালিক গাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করেন।
ঘটনার পর স্থানীয় দুই সাংবাদিক ঘটনাস্থলে গিয়ে গাছটি সরকারি জায়গার বলে দাবি করেন। তবে এলাকাবাসী ও জমির মালিকের পরিবার জানায়, গাছটি দীর্ঘদিন ধরে ওই জমির সীমানার ভেতরেই ছিল।
এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলেও একজন সাবেক কাউন্সিলরের হস্তক্ষেপে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। ফলে গাছের মালিককে প্রশাসনিক বা আইনি জটিলতায় পড়তে হয়নি।
স্থানীয়দের ভাষায়, “সাংবাদিকদের পক্ষ থেকে দাবি তোলা হলেও বাস্তবে গাছটি ব্যক্তিগত জমির ভেতরেই ছিল—এটা এলাকায় সবাই জানে।”
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.