মোঃ ছিরু মিয়া: গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ।
গোপালগঞ্জ সাংবাদিক সমাজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এনটিভির (NTV) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মাহবুব হোসেন সারমত শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন— (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘদিন ধরে মাহবুব হোসেন সারমত গোপালগঞ্জে এনটিভির সংবাদ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ, সৎ ও পেশাদার সাংবাদিক। স্থানীয় ও জাতীয় সাংবাদিকতায় তার অবদান ছিল অনন্য।
তার মৃত্যুতে সহকর্মী সাংবাদিক, স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন পেশাজীবী গভীর শোক প্রকাশ করেছেন।
মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম এক যৌথ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গোপালগঞ্জের সাংবাদিক সমাজ, স্থানীয় গণমাধ্যম এবং শুভানুধ্যায়ীরা তাকে একজন সৎ, পরিশ্রমী ও মানবিক সাংবাদিক হিসেবে স্মরণ করছেন।
তার জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.