গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত সরাসরি যাত্রীবাহী ট্রেন চালুর দাবিতে বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) বরাবর চিঠি প্রেরণ করেছেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
চিঠিতে জেলা প্রশাসক উল্লেখ করেছেন, গোপালগঞ্জ জেলার হাজারো শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে ঢাকায় যাতায়াত করেন। কিন্তু সরাসরি ট্রেন সংযোগ না থাকায় যাত্রীদের সময়, অর্থ ও ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
তিনি বলেন, “গোপালগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত ট্রেন চলাচল করলেও ঢাকা পর্যন্ত সরাসরি ট্রেন না থাকায় জেলার জনগণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। পদ্মা সেতুর মাধ্যমে রেল যোগাযোগ চালু হওয়ায় গোপালগঞ্জ থেকে ঢাকায় সরাসরি ট্রেন চালু করা এখন সময়ের দাবি।”
চিঠিতে আরও বলা হয়, গোপালগঞ্জ, রাজৈর, ভাঙ্গা, ফরিদপুর ও নবীনগর হয়ে ঢাকা পর্যন্ত ট্রেন চলাচল চালু করা হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যাতায়াত আরও সহজ, সাশ্রয়ী ও নিরাপদ হবে।
এ বিষয়ে গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়েছে। অনেকেই লিখেছেন—
“গোপালগঞ্জবাসীর পক্ষ থেকে দোয়া ও শুভকামনা রইল স্যার। ইনশাআল্লাহ শিগগিরই গোপালগঞ্জ-ঢাকা ট্রেন চালু হবে।”
প্রসঙ্গত, গোপালগঞ্জ জেলার প্রশাসনিক, শিক্ষা ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত হাজারো কর্মকর্তা, শিক্ষার্থী ও রোগীরা প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন। সরাসরি ট্রেন চালু হলে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.