
সুপ্রিম কোর্টের চেম্বার জজ মো. রেজাউল হক বুধবার (১১ সেপ্টেম্বর) নগদের শেয়ার বিক্রি ও বিনিয়োগ প্রক্রিয়া স্থগিতের আদেশ দিয়েছেন। আদালত বলেন, নগদে প্রশাসক নিয়োগের বৈধতা মামলার শুনানি না হওয়া পর্যন্ত সরকারের হাতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই।
নগদের শেয়ার বিক্রির প্রক্রিয়া ৩১ আগস্ট শুরু হয়েছিল, যেখানে বিডা অংশীদার খুঁজতে বিজ্ঞাপন প্রকাশ করেছিল। অংশীদার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ১৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন জমা দেওয়ার নির্দেশ ছিল। তবে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের কারণে এ প্রক্রিয়া আপাতত বন্ধ থাকবে।
বিডার টিওআর অনুযায়ী, নগদ ডাক বিভাগের অধীনে থাকলেও গত চার বছরে এর ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। প্রতিষ্ঠানটির আধুনিকায়ন ও সম্প্রসারণের জন্য আন্তর্জাতিক মানের প্রযুক্তি এবং দক্ষ প্রতিষ্ঠান প্রয়োজন। সরকার আশা করছে, বিদেশি বিনিয়োগের মাধ্যমে কৌশলগত অংশীদার আনা হলে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে এবং প্রতিষ্ঠান লাভজনকভাবে পরিচালিত হবে।
আগামী ২৬ অক্টোবর প্রশাসক নিয়োগের বৈধতার শুনানি অনুষ্ঠিত হবে। তার আগে কোনো বিনিয়োগ বা শেয়ার বিক্রির সিদ্ধান্ত কার্যকর করা যাবে না।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.