আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ ০৩ আসনে দেড় ডজন বিএনপি নেতার ধানের শীষে মনোনয়ন প্রত্যাশার আত্মপ্রকাশ। ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের লম্বা লাইনে আরও নতুন করে যুক্ত হলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রসিডেন্ট ও সাবেক জিএস সম্পাদক মো সাইদুর রহমান বাচ্চু। সবমিলিয়ে এপর্যন্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশির সংখ্যা দাঁড়ালো ১৯জনে।
দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে জনসম্মুখে যারা এপর্যন্ত নিজেদের অবস্থান জানান দিয়েছেন, তারা হলেন মো সাইফুল ইসলাম শিশির, মো সাইদুর রহমান বাচ্চু, ভিপি মো আয়নুল হক, চারবারের সাবেক এমপি সদ্য প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার এর সুযোগ্য উত্তরসুরী মো রাহিদ মান্নান লেনিন, মো রকিবুল করিম খান পাপ্পু, মো খোন্দকার সেলিম জাহাঙ্গীর, অস্ট্রেলিয়া প্রবাসী মো ইঞ্জিনিয়ার কামাল হোসেন, শিল্পপতি মো রুহী আফজাল, ব্যারিস্টার মো আব্দুল বাতেন, আলহাজ্ব মো দুলাল হোসেন খান, অস্ট্রেলিয়া প্রবাসী মো রাকিবুল আলম মিঞা অপু, জার্মান প্রবাসী মো সাব্বির আহম্মেদ, তাড়াশ উপজেলা বিএনপি'র সভাপতি সরদার মো আফছার আলী, রায়গঞ্জ উপজেলা বিএনপি'র প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো মিজানুর রহমান তালুকদারের সুযোগ্য পুত্র নিমগাছী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আমিনুল বারী তালুকদার,
তাড়াশ উপজেলা বিএনপি নেতা অধ্যাপক মো আব্দুল হাকিম, জেলা যুবদলের সাবেক নেতা এপিপি অ্যাড. মো নাসির উদ্দিন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মো আব্দুল আলীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো সবুজ্জল হোসেন সহ আরও বেশ কয়েকজন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.