সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার টেংলাহাটা রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজে ভাইস প্রিন্সিপাল নিয়োগ প্রক্রিয়া বন্ধে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মুনতাসির মাহবুব রাকিব খান জানান, কলেজের সহকারী অধ্যাপক মো. লুৎফর রহমান বাদী হয়ে গত ১৩ জুলাই বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিট দায়ের করেছেন। তিনি নিয়োগ প্রক্রিয়া স্থগিতের নির্দেশ চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ল’ইয়ার সার্টিফিকেটও পাঠিয়েছেন। রিটটি বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে।
কলেজ সূত্রে জানা যায়, গত বছরের ২০ আগস্ট সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন অবসর নেন। পরে সিনিয়র ৪ জন সহকারী অধ্যাপককে উপেক্ষা করে ৫ম জ্যেষ্ঠ শিক্ষক সাইদুর রহমানকে অবৈধভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়। এ নিয়ে প্রথম জ্যেষ্ঠ শিক্ষক মো. লুৎফর রহমান জেলা শিক্ষা অফিসার ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি বরাবর লিখিত অভিযোগ করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা শিক্ষা অফিসারের তদন্ত প্রতিবেদনেও ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া অনিয়মতান্ত্রিক বলে উল্লেখ করা হয়েছিল।
এদিকে অভিযোগ উঠেছে, কলেজের সভাপতি এস এম রেজানুর রহমান লিটন তার ছোট ভাই আব্দুল মমিন বাবুকে ভাইস প্রিন্সিপাল নিয়োগ দিতে বিশেষভাবে বিজ্ঞপ্তি দিয়েছেন। সম্প্রতি জাতীয় দৈনিক দিনকাল ও সংগ্রাম পত্রিকায় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগামী শনিবার (৬ সেপ্টেম্বর) এ নিয়োগ পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাইদুর রহমান বলেন, “আমি আজকেই জেনেছি যে হাইকোর্টে রিট হয়েছে। নিয়োগ পরীক্ষা হবে কি না, তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে ভারপ্রাপ্ত কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “হাইকোর্টের কোনো চিঠি এখনো পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে নিয়োগ প্রক্রিয়া ঘিরে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, আদালতে মামলা চলমান থাকা অবস্থায় এ পরীক্ষা হলে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.