
আগারগাঁও, ঢাকা – প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবেন না এবং সকল নির্বাচন কর্মকর্তাকে কোনো দলের পক্ষে কাজ না করার আহ্বান জানিয়েছেন।
শনিবার আগারগাঁও নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ অংশ নিয়ে সিইসি বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচন করতে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে কমিশন। এটি একটি ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দেওয়া হবে। আমরা আইন মেনে কাজ করবো, কোনো বেআইনি বা পক্ষপাতমূলক নির্দেশনা দেবো না।”
তিনি কর্মকর্তাদের আরও বলেন, “আপনারা কারও পক্ষে কাজ করবেন না। বিশেষ পরিস্থিতিতে বিশেষভাবে সঠিক ব্যবস্থা নিয়ে কাজ করতে হবে। শপথ অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন।”
ইসি আনোয়ারুল ইসলাম ভোট সুষ্ঠু করতে ১০০% পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আশ্বাস দেন। ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচন অতীতের তুলনায় চ্যালেঞ্জিং হবে, যেখানে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রোধ এবং প্রবাসীদের ভোট গ্রহণ গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে।
সম্মেলনের সভাপতিত্ব করেন বিএইসি অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.