কবীর আহমেদ, জামালপুর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ঝিনাই নদীতে যাত্রীবাহী নৌকা ডুবে মোর্শেদা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার ছয় বছরের শিশু কন্যা শোভা আক্তার এখনও নিখোঁজ রয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কামরাবাদ ইউনিয়নের ধারাবর্ষা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলমগীর হোসেন। নিহত মোর্শেদা ও নিখোঁজ শোভা ওই এলাকার আনসার আলীর স্ত্রী ও কন্যা।
স্থানীয়রা জানান, উপজেলার সৈয়দপুর ও ধারাবর্ষা এলাকায় দুই দিনব্যাপী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা শেষে যাত্রীরা বাড়ি ফিরছিলেন। খেয়াঘাটে মাঝি না থাকায় কয়েকজন যাত্রী নিজেরাই নৌকা চালিয়ে নদী পার হওয়ার চেষ্টা করেন। কিন্তু মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠলেও মোর্শেদা বেগম প্রাণ হারান এবং তার মেয়ে নদীতে তলিয়ে যায়।
এ ঘটনায় আহত অন্তত ছয়জনকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের লিডার আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত ও নিখোঁজ ছাড়াও আরও কেউ নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সরিষাবাড়ীতে ডুবুরি দল না থাকায় শনিবার জেলা বা বিভাগীয় কার্যালয় থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালাবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.