অনিক রায়, ফরিদপুর
২৭ সেপ্টেম্বর,শনিবার,২০২৫ খ্রিস্টাব্দ।
শারদীয় দুর্গাপূজা উদযাপনের তৎপরতায় ফরিদপুরের প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তের কাজগুলো সম্পন্ন করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
ফরিদপুর জেলার বিভিন্ন মন্দিরে ইতোমধ্যেই চলছে প্রস্তুতির শেষ ধাপ। কিছু মন্দিরে প্রতিমার নির্মাণ কাজ সম্পন্ন হলেও, অনেক মন্দিরে এখনও রং, আলোকসজ্জাসহ অন্যান্য কাজ চলছে।
ফরিদপুর শহরের প্রতিমা শিল্পী বিপ্লব পাল জানান, এ বছর তিনি মোট দশটি প্রতিমার অর্ডার পেয়েছেন। তবে আগের বছরগুলোর তুলনায় আয় কম হওয়ায় তিনি তুলনামূলক কম পারিশ্রমিকে কাজ করছেন। পূর্বে প্রতিটি প্রতিমা থেকে তিনি প্রায় ৪০-৪২ হাজার টাকা আয় করতেন, যা এ বছর অনেকটাই কমেছে।
শহরের বিভিন্ন পূজা মণ্ডপেও সাজসজ্জার প্রস্তুতি জোরদার হয়েছে। আলিপুর এলাকার বান্ধব পল্লীর স্থানীয় বাসিন্দারা নিজস্ব উদ্যোগে গত দুই মাস ধরে গেট ও প্যান্ডেল নির্মাণে ব্যস্ত রয়েছেন। তারা আশা করছেন, স্বহস্তে নির্মিত এই ডেকোরেশন দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণীয় হবে।
তবে এখনও শহরের অনেক মণ্ডপে আলোকসজ্জার কাজ সম্পূর্ণ হয়নি। মন্দির কমিটির কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ও রোববারের মধ্যে এই কাজ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
আগামী রোববার মহাষষ্ঠী ও বেল পূজার মাধ্যমে দুর্গোৎসব শুরু হবে, যা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। উৎসবের মধ্যে রয়েছে মঙ্গলবার অষ্টমীর দিন রামকৃষ্ণ মিশন আশ্রমে অনুষ্ঠিত কুমারী পূজাও।
পূজাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মন্দির কর্তৃপক্ষ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বেশ কিছু মন্দিরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের প্রভাব কমাতে এসি/ডিসি লাইট ও চার্জার লাইটের ব্যবস্থা রাখা হয়েছে।
মন্দির কমিটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, অন্যান্য বছরের মতো এবারও দুর্গাপূজা জাঁকজমকপূর্ণ ও শান্তিপূর্ণ হবে। পাশাপাশি উৎসব চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.