সামীর আল মাহমুদ
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী (কামারখালী) গ্রামের গৃহবধূ স্বর্ণা মিস্ত্রী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা এ কর্মসূচি পালন করেন।
স্বর্ণার মা মনিকা রানী মিস্ত্রী অভিযোগ করেন, ২০২১ সালে পারিবারিকভাবে তাঁর মেয়ের বিয়ে হয় ভান্ডারিয়া উপজেলার কুবেনেশ্বর এলাকার মতিলাল দাসের ছেলে আসুতোষ দাসের সঙ্গে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এ সময় তিনি ও তাঁর স্বামী ঢাকায় দিনমজুরের কাজ করে স্বর্ণার সংসারের জন্য স্বর্ণালংকারসহ প্রায় ৮ লাখ টাকা যৌতুক হিসেবে দেন। তবুও নির্যাতন বন্ধ হয়নি।
মনিকা রানী আরও জানান, গত ২৪ সেপ্টেম্বর বিকেলে আসুতোষ দাস তাঁকে ফোন করে বলেন, “আপনার মেয়ে এসে এখনই নিয়ে যান।” কথার মাঝেই তিনি মেয়ের চিৎকার শুনতে পান, এরপরই ফোন কেটে দেওয়া হয়। পরে তিনি ভান্ডারিয়া হাসপাতালে গিয়ে দেখেন, স্বর্ণার লাশ পড়ে আছে।
তাঁর দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিতভাবে হত্যা করে ঘটনাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় স্বর্ণার স্বামী আসুতোষ দাস ও তাঁর পরিবারের সদস্যরা হাসপাতালে বা থানায় উপস্থিত ছিলেন না। এমনকি স্বর্ণার তিন বছরের শিশুপুত্রকেও লুকিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
মানববন্ধনে বক্তারা আসুতোষ দাস ও তাঁর পরিবারের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.