নিজস্ব প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচন–২০২৫ উপলক্ষে নির্বাচন কমিশন সমস্ত প্রাথমিক কার্যক্রম শেষ করেছে। প্রার্থী চূড়ান্ত হওয়ার পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, ফলে পুরো ক্যাম্পাস এখন নির্বাচনী আমেজে ভরপুর।
গত রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে লটারির মাধ্যমে অংশগ্রহণকারী সব প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের ব্যালট নম্বর প্রদান করা হয়। একই সঙ্গে কমিশন আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণার সূচনা করে।
প্রচারণার প্রথম দিনেই আলোচনায় আসে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেল। জিএস পদপ্রার্থী নাফিউল জীবন ক্লাসরুমে প্রচারণা চালান, সিনেট সদস্য পদপ্রার্থী সাফিন আজমীর পরিবহন মার্কেটের সামনে পোস্টার টানেন। ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর ও জিএস প্রার্থী জাহিন বিশ্বাস আন্তঃবিভাগ ফুটবল খেলার গ্যালারীতেও শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রচারণা চালান।
অন্যদিকে শিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভিন্নধারার প্রচারণায় নজর কাড়ে। হলগুলোতে আতর বিলানো ও গরুর গাড়িতে চড়ে জনসংযোগ শুরু করেন তাদের প্রার্থীরা।
ইতিহাসে প্রথমবার নারী নেতৃত্বে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে। প্যানেলের নেতা ভিপি প্রার্থী তাসিন খান রবিবার সিরাজী ভবনের সামনে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন। এছাড়া ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে তারা।
ছাত্র অধিকার পরিষদ সমর্থিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে প্রচারণা শুরু করে। ভিপি প্রার্থী মেহেদী মারুফ ও জিএস প্রার্থী আফরিন জাহান ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করেন।
একই দিনে বামজোট সমর্থিত ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’ শহিদ মিনারে ফুল অর্পণ করে প্রচারণা শুরু করে। ভিপি প্রার্থী ফুয়াদ রাতুলের নেতৃত্বে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্যানেলের সদস্যরা।
এছাড়া ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’ প্যানেল টুকিটাকি চত্বর, আমতলা ও একাডেমিক ভবনের সামনে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণায় অংশ নেয়। স্বতন্ত্র প্রার্থীরাও ব্যালট নম্বর পাওয়ার পর থেকেই সক্রিয় হয়ে ওঠে। ভিপি প্রার্থী তাওহিদুল ইসলামসহ অন্যান্য প্রার্থীরা ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে লিফলেট বিতরণ করেন।
সব মিলিয়ে রাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি প্যানেল ও প্রার্থীর সক্রিয় উপস্থিতিতে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.