উপশিরোনাম: দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৩৩.৩৩ কেজি পোনা অবমুক্ত
মুকসুদপুর প্রতিনিধিঃ
"আমিষেই শক্তি, আমিষেই মুক্তি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় মুকসুদপুর উপজেলায় পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত কর্মসূচির উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসের উপ-প্রকল্প পরিচালক মোঃ খাইরুল ইসলাম পাভেল।
এসময় উপস্থিত ছিলেন—উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম ভূইয়া (আঃদাঃ), উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দীন শেখ, গোপালগঞ্জ খামার ব্যবস্থাপক তানজিলা আক্তার নিপা, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি সিরু মিয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, সাংবাদিক টুটুল মল্লিকসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইয়্যেদুল ইসলাম জানান, চলতি অর্থবছরে প্রকল্পের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও অভয়াশ্রমে মোট ৩৩৩.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.