গোপালগঞ্জের ঐতিহ্যবাহী ও মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিল চান্দায় শনিবার (৬ সেপ্টেম্বর) এক আনন্দঘন নৌ ভ্রমণের আয়োজন করে মুকসুদপুর প্রেসক্লাব। সারাদিন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এ নৌ ভ্রমণে অংশ নিয়ে সাংবাদিকরা কাটান আনন্দমুখর সময়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো: ওহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা মৎস্য অফিসার বিজন কুমার নন্দী।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো: মামুন মোল্লা, ধর্ম সম্পাদক আবু বক্কার সিদ্দিকি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক বাবুল শেখ, কোষাধ্যক্ষ মো: রাজু মিয়া, আইন সম্পাদক গোলাম রাব্বী আকাশ প্রমুখ।
নূর আলম শেখ, মুকসুদপুর প্রেসক্লাবের ১নং সদস্য, “আজকের জাগরণ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং “বিপ্লবী বার্তা” পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ উপস্থিতি রাখেন। এছাড়া সদস্য কামরুল মিয়া ও সোহেল শেখসহ অন্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল আলোচিত বার্তা পত্রিকার সৌজন্যে টি-শার্ট বিতরণ। সাংবাদিকদের মাঝে এই উপহার অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, সাংবাদিকতার পাশাপাশি বিনোদনমূলক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ব, ঐক্য ও সহযোগিতার বন্ধন দৃঢ় করে। মুকসুদপুর প্রেসক্লাব শুধু সংবাদ পরিবেশনেই নয়, সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখছে। নৌ ভ্রমণের মতো ব্যতিক্রমধর্মী আয়োজন সাংবাদিকদের মানসিক প্রশান্তি এনে দিয়েছে, যা আগামী দিনগুলোতে কাজের গতিশীলতা আরও বৃদ্ধি করবে।

সবুজের সমারোহ, জলে ভাসমান শাপলা-পদ্ম আর চারপাশে শান্ত গ্রামীণ প্রকৃতির আবেশে বিল চান্দার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে সাংবাদিকরা সারাদিন কাটান হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.