
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং ২১টি হল সংসদের নির্বাচনের ভোট গণনা চলছে। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, আজ শুক্রবার রাতের মধ্যেই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। তবে নির্দিষ্ট সময় এখনও নিশ্চিত নয়—রাতের শেষ ভাগেও ফলাফল প্রকাশ হতে পারে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতেই স্বচ্ছভাবে ভোট গণনা করা হচ্ছে এবং বহিরাগত কাউকে গণনায় যুক্ত করা হয়নি। এ পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৯টির গণনা শেষ হয়েছে, বাকি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে।
এদিকে নির্বাচন নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক সুলতানা আক্তার অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের অব্যবস্থাপনার কারণে শিক্ষক জান্নাতুল ফেরদৌস মারা গেছেন। তিনি প্রশাসনের দায় স্বীকার ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।
অন্যদিকে ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মাজহারুল ইসলাম অভিযোগ করেছেন, জাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। তিনি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে প্রশাসনের কাছে ফেয়ার নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানান।
সবশেষে, কমিশন বলছে দ্রুত গণনার জন্য জনবল বাড়ানো হয়েছে এবং আজ রাতেই ফলাফল ঘোষণা করা হবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.