ফরিদপুর (সদরপুর): আশ্রয়ন প্রকল্পের নারীদের সেলাই প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ
অনিক রায়, প্রতিনিধি, ফরিদপুর
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ফরিদপুরের সদরপুর উপজেলায় আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামে বসবাসরত ৫০ জন নারীকে দশদিনব্যাপী সেলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রত্যেক নারীকে একটি করে সেলাই মেশিন ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
এই প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল স্থানীয় নারীদের কারিগরি দক্ষতা বৃদ্ধি করে আত্মকর্মসংস্থানে সহায়তা করা। আয়োজকরা জানিয়েছেন, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ভবিষ্যতে নিজেদের পেশাগত জীবন গড়ে তুলতে সক্ষম হবেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা, ফরিদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সেলাইয়ের মৌলিক কৌশল থেকে শুরু করে আধুনিক ডিজাইন ও কাটছাঁটের নানা পদ্ধতি শিখেছেন। প্রশিক্ষণ পরিচালনা করেন অভিজ্ঞ প্রশিক্ষকরা।
আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সহায়ক হবে এবং স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদরপুর উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
স্থানীয় কর্মকর্তারা মনে করছেন, নারীর ক্ষমতায়নে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.