অনিক রায়, ফরিদপুর
৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
ফরিদপুরের শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই পূজা-অনুষ্ঠান। পবিত্র অষ্টমীর দিনে আয়োজিত এ পূজার নেতৃত্ব দেন আশ্রমের কোষাধ্যক্ষ স্বামী সুমধুরানন্দ মহারাজ।
হিন্দু শাস্ত্র অনুযায়ী, মা দুর্গার নবরূপের মধ্যে ‘কুমারী’ এক বিশেষ রূপ—যেখানে কন্যাশিশুকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। পূজা-আয়োজকগণ জানান, প্রতি বছর দুর্গাপূজার অষ্টমীতে এই বিশেষ পূজার আয়োজন করা হয়ে থাকে, যা নারীত্ব ও শুদ্ধতার প্রতীক হিসেবে বিবেচিত।
এবারের কুমারী হিসেবে পূজিত অসমী মজুমদার(১০), পিতা দীপক মজুমদার ও মাতা কৃষ্ণা ব্যানার্জির কন্যা। অসমী মজুমদার ফরিদপুর শহরের চর কমলাপুর এলাকার বাসিন্দা এবং সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
অনুষ্ঠান শেষে দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন ফরিদপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য এ কে আজাদ এবং জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোবাররেস আলী ইসা।
পূজার পর্বসমূহ সঞ্চালনা করেন শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শুরবরানন্দ মহারাজ। অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.