
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের ভেতরে এখনও আওয়ামী লীগের লোকজন সক্রিয়ভাবে দমন-নিপীড়ন চালাচ্ছে, তাই দেশে জুলুম-নির্যাতন বন্ধ হচ্ছে না।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাব আতলাশপুর এলাকায় হামলায় আহত ছাত্রদল নেতা মো. দোলন ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপির পক্ষ থেকে দোলনের চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
রিজভী আরও বলেন, ‘শেখ হাসিনা চারজন নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে দেশের সকল অপকর্ম পরিচালনা করেছেন। তার উপদেষ্টা তারেক সিদ্দিকী কিছু মানুষকে হত্যা করার পরামর্শ দিয়েছিলেন। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা বলেছিলেন, দরকার হলে হেলিকপ্টার থেকে বোমা ফেলো। এটি সভ্য দেশের শাসনব্যবস্থা হতে পারে না।’
তিনি অভিযোগ করেন, ‘শেখ হাসিনা সরকারে থাকার জন্য শিশু হত্যা ও সাধারণ মানুষের রক্তপাত ঘটিয়েছে। প্রায় ১,৪০০ জন মানুষকে হত্যা করে তিনি ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছেন।’
আহত ছাত্রদল নেতা দোলন ভূঁইয়ার বিষয়ে রিজভী বলেন, ‘দলের একজন সাধারণ কর্মীও আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছে না। প্রশাসন নীরব দর্শকের মতো অবস্থান করছে। অপরাধীদের ছবি প্রকাশিত হওয়ার পরও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তা প্রশ্নবিদ্ধ।’
তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের দোসররা বালু মহাল ও ঘাট দখল করে সমাজে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রশাসনের মধ্যেই তারা বসে আছে, তাই পদক্ষেপ নেওয়া হচ্ছে না।’
রিজভী প্রশাসনকে সতর্ক করে বলেন, ‘এই হামলার দায় প্রশাসনকেই নিতে হবে। যদি অপরাধীদের পেছনে প্রভাবশালী কেউ থাকে এবং সে বিএনপির কেউ হয়, তবে আমাদের জানান—we’ll take action। তবে প্রশাসন চুপ থাকলে দায় নারায়ণগঞ্জ প্রশাসনেরই।’
এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.