
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা ভূমি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ধারণ করতে গিয়ে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মাহমুদ হাসানের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের বিরুদ্ধে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার পর এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়েছে, ওই কর্মকর্তা নিজস্ব দালালের মাধ্যমে নামজারি, এমপি মামলা ও অন্যান্য ভূমিসেবা প্রদানে ঘুষ গ্রহণ করছিলেন। সাংবাদিক ভিডিও ধারণ করলে ক্ষুব্ধ হয়ে তার ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং মব সৃষ্টির চেষ্টা করা হয়।
ভুক্তভোগী মাহমুদ হাসান জানান, এর আগেও তরমুজ চাষীদের থেকে চাঁদা নেওয়ার ঘটনায় এই কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেছিলেন তিনি।
এ বিষয়ে মো. জাহিদুল ইসলাম মুঠোফোনে দুঃখ প্রকাশ করে বলেন, "ভাই সরি, আমার ভুল হয়ে গেছে।"
রাঙ্গাবালী থানার ওসি শামীম হাওলাদার জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থও প্রশাসনিক তদন্ত শুরুর কথা নিশ্চিত করেছেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.