ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাঠানো এক বিবৃতিতে ডাকসু জানায়, ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির শীর্ষ পর্যায় থেকে ঢাবি শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাদপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অ্যাডভোকেট ফজলুর রহমান ঢাবিকে ‘হাটহাজারি মাদরাসায় রূপান্তরিত’ হয়েছে বলে মন্তব্য করেছেন। ডাকসুর মতে, এ ধরনের বক্তব্য শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক ও মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র, যা শতবর্ষ ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার হিসেবে ভূমিকা রেখে আসছে। ধর্ম, বর্ণ, জাতি ও মতাদর্শ নির্বিশেষে শিক্ষার্থীদের সমান মর্যাদা নিশ্চিত করার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়টি ইতোমধ্যে একটি মাল্টি-কালচারাল প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক স্বার্থে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য কেবল শিক্ষার্থীদের নয়, বরং বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের অবমাননা।
ডাকসু বলেছে, “অ্যাডভোকেট ফজলুর রহমানের দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় এ বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাঁকে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।”
একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক ও বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানায় ডাকসু। সংস্থাটি আরও জানায়, ঢাবি ও এর শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ থাকবে এবং যেকোনো বর্ণবাদী ও অবমাননাকর মন্তব্যের বিরুদ্ধে সোচ্চার থাকবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.