
চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে উল্লেখযোগ্য সংখ্যক আশেকে রাসূলের উপস্থিতিতে সোমবার অনুষ্ঠিত হয়েছে তরিক্বত কনফারেন্স।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের অধ্যক্ষ আওলাদে রাসূল (দ.) শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় নবীজি হযরত মুহাম্মদ (সা.) জাহেলিয়াতের অন্ধকার যুগে মানবসমাজকে হেদায়তের আলো দেখিয়েছেন। তিনি যে দর্শন, আদর্শ ও নিয়ামত দিয়ে মানুষকে পথ দেখিয়েছেন তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই সেই নিয়ামতসমূহ মেনে চলাই মুসলমানদের প্রধান দায়িত্ব।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সংগঠনের মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে কনফারেন্সের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. মুহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জমিয়তুল মোদার্রেছীনের মহাসচিব আল্লামা শাব্বির আহমদ মোমতাজী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ।
এছাড়া বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুস সবুর, মাওলানা মুহাম্মদ ফোরকান, মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রকিব উদ্দিন ও মাওলানা মুহাম্মদ গোলাম রাব্বানি ফয়সাল।
মিলাদ ও কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.