গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মুকসুদপুর পৌরসভার বিভিন্ন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজা মণ্ডপের পূজারি, সেবক, মণ্ডপ কমিটির সদস্য এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজার সার্বিক নিরাপত্তা, আলোকসজ্জা, স্বাস্থ্যবিধি, অগ্নিনির্বাপক ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেন। তিনি বলেন, “সকল ধর্মের মানুষের মিলনমেলা এই উৎসব। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে জেলা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।”
তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) পলাশ কুমার দেবনাথ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা, ডিবি ইনচার্জ কামরুজ্জামান কামাল, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তা।
এছাড়াও উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, সহ-সভাপতি মো: হাফিজুর রহমান লেবু, সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন ও শামসুল আরেফিন মুক্তা, প্রচার সম্পাদক মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, কার্যকরী সদস্য নূর আলম শেখ ও মো: সোহেল শেখ।
এ সময় মুকসুদপুর সদর মন্দিরের সভাপতি ও বণিক সমিতির সাধারণ সম্পাদক অখিল চন্দ্র সাহাসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জেলা প্রশাসককে স্বাগত জানান এবং মণ্ডপ পরিদর্শনে সঙ্গে থাকেন।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান পূজার সার্বিক ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি আরও বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। এই চেতনায়ই আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.