নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন ঘিরে নতুন এক বাস্তবতা তৈরি হয়েছে। শুধু দাবি-দাওয়া নয়, এখন ছাত্র সংগঠনগুলো বাইরের উৎস থেকে অর্থ সংগ্রহ করে নানা সেবামূলক কার্যক্রম চালাচ্ছে। এতে উপকৃত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা, একই সঙ্গে সংগঠনগুলোর প্রতি সমর্থনও বাড়ছে।
প্রথম আলোর কলাম লেখক আলতাফ পারভেজের সাম্প্রতিক বিশ্লেষণেও এই প্রবণতার কথা উঠে এসেছে। তিনি বলেন, “ক্যাম্পাসে এখন নিয়মিত দেখা যাচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প, পানির বিশুদ্ধকরণ যন্ত্র বসানো, ইফতার ও জিয়াফতের মতো আয়োজন। এসব উদ্যোগ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হলেও এর পেছনে যে অর্থায়ন রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।”
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ মন্তব্য করেন,
“এর ফল হিসেবে পরের অধ্যায় অনুমান করা কঠিন নয়। জাতীয়ভাবেও হয়তো অনেক সংগঠন এখন দান-খয়রাতধর্মী সেবামূলক কাজের দিকে বেশি ঝুঁকবে। সে ক্ষেত্রে একটি প্রশ্ন তো উঠতে পারে, ক্যাম্পাসে হোক বা অন্যত্র হোক, এসব সেবাধর্মী কাজের খরচ কারা জোগান দেবে বা দিচ্ছে?”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পক্ষে ওয়াশিং মেশিন কিনে হলে বসানো বা হঠাৎ গরু কিনে জিয়াফতের আয়োজন করা সম্ভব নয়। সুতরাং, এসব কার্যক্রমের পেছনে বাইরের অর্থায়ন জড়িত—যা নিছক শিক্ষার্থীবান্ধব উদ্যোগ নয়, বরং এর সঙ্গে বৃহত্তর রাজনৈতিক–অর্থনৈতিক অন্তর্জাল রয়েছে।”
শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজকে ঘিরে নতুন এই প্রবণতা তাই ক্যাম্পাস রাজনীতিতে অর্থায়নের উৎস নিয়ে জোরালো বিতর্কের জন্ম দিয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.