সাজিম মোল্যা গোপালগঞ্জ (জেলা) প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও সাবেক পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলামের ছেলে এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী তৌকির হাজরা (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে কোটালীপাড়া পৌরসভার বালিয়াভাঙ্গা এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে কোটালীপাড়া থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। এ ঘটনায় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে এক ‘শ ৫৫ জনকে নামীয় ও দেড় হাজার জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, “ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তৌকিরের সম্পৃক্ততা পাওয়া যায়। মামলার অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বৃহস্পতিবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও জানান, এ মামলায় এ পর্যন্ত ৬৭ জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.