কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারগামী সড়কে আধা কিলোমিটারের মধ্যে দুটি সেতুর আরসিসি গার্ডার ও পলেস্তারা খসে পড়েছে। একটি সেতুর অর্ধেক অংশ দেবে গিয়ে মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বন্ধ হয়ে গেছে ভারী যানবাহন চলাচল। তবে ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজারো মানুষ ও হালকা যানবাহন পারাপার করছে।
স্থানীয়রা জানান, সেতু দুটি যেকোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। দ্রুত সংস্কার না হলে পুরো ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ার শঙ্কা তৈরি হবে।
উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের ১৫ মিটার ও ৩০ মিটার দৈর্ঘ্যের এই দুটি সেতু কয়েক বছর আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। তবে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় এখনো সংস্কার করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, হালকা যানবাহন সেতু পার হওয়ার সময়ই কেঁপে ওঠে। তারা আশঙ্কা করছেন, অতি দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
[caption id="attachment_830" align="alignnone" width="300"]
ভারী যান চলাচল বন্ধ, হালকা যানবাহন ও মানুষ ঝুঁকি নিয়ে পারাপার[/caption]
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.