কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজের একদিন পর ইকরা আক্তার (৬) নামে এক শিশুর মরদেহ বাড়ির পাশের গর্তে জমে থাকা পানি থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ওই গর্তে মরদেহ ভেসে ওঠে।
মৃত ইকরা উপজেলার মসুয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের মো. মিজানুর রহমানের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুর থেকে ইকরাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে মাইকিং করা হলেও কোনো ফল মেলেনি। অবশেষে মঙ্গলবার সকালে বাড়ির পাশের গর্তে তার লাশ ভেসে ওঠে। স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
ইকরার নানা মো. আলম জানান, ইকরা মৃগী রোগে ভুগছিল এবং প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেত। খোঁজাখুঁজি করে তাকে ফিরিয়ে আনতে হতো। সোমবার নিখোঁজ হওয়ার পর আর তাকে পাওয়া যায়নি। আজ সকালে গর্তের পানিতে লাশ পাওয়া যায়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতি নিয়ে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.