কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে রিপন (৪৫) নামে একজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা।
আজ বুধবার কটিয়াদী উপজেলার গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রিপন কটিয়াদী উপজেলার গচিহাটা এলাকার আব্দুস সালামের ছেলে।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গচিহাটা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ঢাকাগামী আন্তঃনগর এগারসিন্দুর (৭৫০) ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত টিকিটের মূল্য ১ হাজার ২১৫ টাকা।
ভৈরব রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) অফিসার ইনচার্জ হাসান মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযান পরিচালনা করে গচিহাটা রেলস্টেশন এলাকা থেকে ট্রেনের নয়টি আসনের তিনটি টিকিটসহ রিপন (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। টিকিট কালোবাজারি রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.