
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে টানা ৯ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় স্থল শুল্ক স্টেশন ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া জানান, আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এরপর ৮ অক্টোবর (বুধবার) থেকে পুনরায় বাণিজ্য চালু হবে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস কার্যক্রম সচল থাকবে এবং যাত্রীসেবায় কোনো প্রভাব পড়বে না।
একইভাবে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী এই স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় রপ্তানি হয়। সেখান থেকে তা ভারতের উত্তর-পূর্বাঞ্চলে সরবরাহ করা হয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.