
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাতটি কলেজকে চারটি স্কুল বা একাডেমিক ইউনিটে ভাগ করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন এবং সমন্বিত শিক্ষা ব্যবস্থার জন্য এই পরিবর্তন আনা হয়েছে।
🔬 স্কুল অব সাইন্স
বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ
ইডেন মহিলা কলেজ
ঢাকা কলেজ
💼 স্কুল অব বিজনেস স্টাডিজ
সরকারি বাঙলা কলেজ
📚 স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
সরকারি তিতুমীর কলেজ
⚖️ স্কুল অব ল অ্যান্ড জাস্টিস
কবি নজরুল সরকারি কলেজ
শহীদ সোহরাওয়ার্দী কলেজ
ভারপ্রাপ্ত সচিব জানান, এই স্কুল কাঠামোর আওতায় প্রতিটি ইউনিটে পাঠদান ও গবেষণা কার্যক্রম আলাদাভাবে পরিচালিত হবে।
সাতটি কলেজের জন্য থাকবে একজন প্রধান প্রক্টর।
প্রত্যেক কলেজে দায়িত্ব পালন করবেন দুইজন করে ডেপুটি প্রক্টর, মোট ১৪ জন।
একাডেমিক কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল, সিনেট ও সিন্ডিকেট-এর মাধ্যমে কেন্দ্রীয়ভাবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে পরীক্ষার ফলাফল বিলম্ব, শ্রেণিকক্ষ সংকট, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষক সংকটসহ নানা কারণে আন্দোলনে নেমেছিলেন সাত কলেজের শিক্ষার্থীরা। এই নতুন কাঠামো এসব সমস্যার সমাধানে সহায়ক হবে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.