গোপালগঞ্জের মুকসুদপুরে বর্ষাকে ঘিরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন। উপজেলা শিল্পকলা একাডেমীর পরিবেশনায় “বরষা মঙ্গলায় বিশেষ আলেখ্যানুষ্ঠান—হায় বরষায়” শীর্ষক এ অনুষ্ঠানটি শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই একাডেমীর শিল্পীরা পরিবেশন করেন—
“ওগো কালো মেঘ বাতাসের বেগে যেওনা যেওনা ভেসে, নয়ন জুড়ানো সুরতি তোমার আরতি সকল দেশে” গানটি। গান ও নৃত্যের সমন্বিত পরিবেশনায় পুরো অডিটোরিয়াম ভরে ওঠে বর্ষার আবহে।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিম। প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা শিল্পকলা একাডেমীর ভারপ্রাপ্ত সভাপতি পলাশ কুমার দেবনাথ।
বিশেষ পালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: তুষার আহম্মেদ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর জীবন সদস্য, নির্বাহী সদস্য ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, নির্বাহী সদস্য প্রভাষক সনোজ কুমার লিটু, জীবন সদস্য মেহেদী হাসান বিপ্লব, নির্বাহী সদস্য মাহফুজ রিপন, নির্বাহী সদস্য মো: ওহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, নির্বাহী সদস্য মিজানুর রহমান মোল্যা ও সাধারণ সদস্য আরেফিন মুক্তাসহ একাডেমীর অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে একাডেমীর শিল্পী ও কলাকুশলীরা গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে বর্ষার সৌন্দর্য ও আবেগকে দর্শকদের সামনে তুলে ধরেন। শিল্পীদের প্রাণবন্ত উপস্থাপনায় মুগ্ধ হয়ে দর্শকরা করতালির মাধ্যমে সমর্থন জানান।
বর্ষার আবহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠান স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে। শিল্পকলা একাডেমীর শিল্পীদের সৃজনশীল পরিবেশনায় পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সফল।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.