বিদেশি শ্রমিক নিয়োগে আবারও কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে মালয়েশিয়া। ৩১ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হবে নির্দিষ্ট খাতভিত্তিক এজেন্সির মাধ্যমে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কৃষি, বাগান, খনি খাতসহ মোট ১৩টি উপখাতে বিদেশি শ্রমিক নিয়োগের আবেদন করা যাবে। এর মধ্যে সার্ভিস সেক্টরের হোলসেল অ্যান্ড রিটেল, ল্যান্ড ওয়্যারহাউস, সিকিউরিটি গার্ডস, মেটাল অ্যান্ড স্ক্রাপ ম্যাটেরিয়ালস, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো ও বিল্ডিং ক্লিনিং খাতও অন্তর্ভুক্ত।
নির্মাণ খাতে নিয়োগ কেবল সরকারি প্রকল্পেই সীমাবদ্ধ থাকবে। আর উৎপাদন বা ম্যানুফ্যাকচারিং খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগে।
তবে এবারের নিয়োগ প্রক্রিয়ায় আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে আবেদন করতে পারবে শুধু খাতভিত্তিক অফিশিয়াল এজেন্সি। কোনো এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা স্বাধীনভাবে আবেদন করতে পারবে না। আবেদন যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিকাল কমিটি এবং জয়েন্ট কমিটি।
বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন শ্রমিকের কোটা চালু রয়েছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। এর পর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে মোট জনশক্তির ১০ শতাংশের মধ্যে রাখা হবে। তবে বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট কত সংখ্যা এখনো জানায়নি দেশটির কর্তৃপক্ষ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.