গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে গণ অধিকার পরিষদের জেলা শাখার উদ্যোগে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু। বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক রাশেদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সী।
সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর (উত্তর) গণ অধিকার পরিষদের দপ্তর সেল প্রধান কাজী রনি, ঢাকা মহানগর (দক্ষিণ) যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ মুনায়েম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী তোহা, সহ-সামাজিক বিষয়ক সম্পাদক সাদমান ইসলাম পলাশ, গোপালগঞ্জ জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হাসিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্যা, মুকসুদপুর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী, কোটালীপাড়া উপজেলা আহ্বায়ক বাসু দাড়িয়া এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ শেখ প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় গণ অধিকার পরিষদের আন্দোলন ও সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.