📅 তারিখ: ২৬ জুলাই ২০২৫, শনিবার
📍 স্থান: মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তন
🕙 সময়: সকাল ১০টা
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ” শীর্ষক এক ব্যতিক্রমধর্মী ও উদ্বুদ্ধমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে সমাজে মানবিকতা, নৈতিকতা ও দেশপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে হাজারো মানুষ একত্রিত হন।
📸 অনুষ্ঠানের দৃশ্য:
ছবিতে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান-কে। অনুষ্ঠানের মূল পর্বে তিনি অংশগ্রহণকারীদের নিয়ে শপথ পাঠ পরিচালনা করেন।
মঞ্চে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া সুলতানা এবং অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্টজনেরা।মুকসুদপুরে মানবিক সমাজ গঠনে জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত
👩⚖️ সভাপতিত্ব করেন:
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসনিম আক্তার
🎙️ সঞ্চালনায় ছিলেন: উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন
🎯 মূল উদ্দেশ্য:
সমাজে মূল্যবোধের অবক্ষয় রোধ করে সচেতন, মানবিক ও সম্মিলিত উদ্যোগে একটি কল্যাণমুখী সমাজ গঠন।
📜 শপথ বাক্য:
> “আমি প্রতিজ্ঞা করছি, দেশকে ভালোবাসব, অন্যায়ের প্রতিবাদ করব, সত্য ও মানবতার পথে চলব এবং মানবিক সমাজ গঠনে সচেষ্ট থাকব।”
👥 উপস্থিতি:
শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, নারী উদ্যোক্তা, তরুণ সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
🌟 প্রধান বার্তা:
> “জুলাই পুনর্জাগরণ— একটি নৈতিক বিপ্লব, যা সমাজকে মানবিকতা ও দেশপ্রেমে ঐক্যবদ্ধ করবে।”
📝 রিপোর্ট: আজকের জাগরণ প্রতিনিধি
📍 আয়োজন: উপজেলা প্রশাসন, মুকসুদপুর, গোপালগঞ্জ
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.