নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
মুকসুদপুর, গোপালগঞ্জ | ২৪ জুন ২০২৫
সরকারি মুকসুদপুর কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান (বিসিএস সাধারণ শিক্ষা) বলেছেন, “এই কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ সকলের সহযোগিতা অপরিহার্য। আমি সরকারের নির্দেশনার বাইরে কিছুই করবো না।”
তিনি আরও বলেন, “কলেজ ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার জন্য ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাংবাদিকরা জাতির বিবেক—তাঁদের গঠনমূলক ভূমিকা কলেজের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আজ ২৪ জুন (মঙ্গলবার) সকাল ১১টায় সরকারি মুকসুদপুর কলেজের নিজ কার্যালয়ে মুকসুদপুর প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অধ্যক্ষ এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. কবির হোসেন, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবর।
মুকসুদপুর প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি মো. ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শামসুল আরেফীন।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ইসমাইল হোসেন পান্নু, আবু বক্কর সিদ্দিকী, দৈনিক কালের সমাজের প্রতিনিধি মো. কাইয়ুম শরীফ, দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি মামুন মোল্যা প্রমুখ।
অধ্যক্ষ লুৎফর রহমান সাংবাদিকদের আন্তরিক উপস্থিতি ও পরামর্শের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, “এই প্রতিষ্ঠানকে একটি মডেল কলেজে পরিণত করতে আমরা সবাই মিলে কাজ করবো।”
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.