নিজস্ব প্রতিবেদক ● মুকসুদপুর, গোপালগঞ্জ:
বিনোদন কেন্দ্রের অভাবে অনেকদিন ধরেই মুকসুদপুরের মানুষ ছিল হতাশ। সেই অভাব পূরণ করতে যেন রেলস্টেশন চত্বরই হয়ে উঠেছে নতুন পার্ক ও মেলার মাঠ। ঈদ উপলক্ষে মুকসুদপুর রেলস্টেশন এলাকায় শুরু হয়েছে ঈদ আনন্দমেলা, যা ইতোমধ্যেই পরিণত হয়েছে একটি বিশাল জনসমাগমের স্থানে।
ঈদের আনন্দ ভাগাভাগি করতে সালথা, নগরকান্দা, মুকসুদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো দর্শনার্থী। মেলার মাঠে রয়েছে নানা ধরনের দোকান, খেলনা, বাহারি খাবার, নাগরদোলা ও শিশুদের জন্য নানা বিনোদনের আয়োজন।
সন্ধ্যার পর মেলাপ্রাঙ্গণ হয়ে ওঠে আলোকছায়ার জগৎ। পরিবার-পরিজনসহ অনেকেই আসছেন ছবি তুলতে, ঘুরতে ও কেনাকাটা করতে। স্থানীয় ব্যবসায়ীরাও এই আয়োজনে খুশি, কারণ এতে তাদের বেচাকেনাও বেড়েছে।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ঈদ আনন্দমেলাটি চলবে আগামী ১৩ জুন, শনিবার পর্যন্ত। তারা আরও জানান, মেলার নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
এলাকাবাসীর মতে, এমন আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধির পাশাপাশি মানুষকে কিছুটা বিনোদনের স্বাদও দিচ্ছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, এই ধরনের উদ্যোগ নিয়মিত হলে মুকসুদপুরে বিনোদনের অভাব অনেকটাই ঘুচে যাবে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.