🖊️ নিজস্ব প্রতিবেদক, আজকের জাগরণ:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৪ জুন (বুধবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটি আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG), যার বাস্তবায়নে সহায়তা করে মুকসুদপুর উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান (যুগ্মসচিব)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক বিশ্বজিত কুমার পাল (উপসচিব)।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার এস.এম. মাহাতাব উদ্দিন।
এসময় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়েদ উদ্দিন আহম্মেদ।
প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশের সদস্যদের পক্ষে অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন সবুজ টিকাদার, নিতিশ চন্দ্র সরকারসহ আরও কয়েকজন সদস্য।
বক্তারা তাঁদের বক্তব্যে গ্রাম পুলিশ বাহিনীর পেশাগত দক্ষতা, আইন-শৃঙ্খলা রক্ষা, এবং জনসেবায় নিষ্ঠা ও আন্তরিকতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তাঁরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি মাঠপর্যায়ে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষাংশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়।
প্রশিক্ষণের সফল সমাপ্তি এবং গ্রাম পুলিশ সদস্যদের আত্মবিশ্বাসের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.