বিশ্বাস ডিজিটাল প্রিন্টিং প্রেস: মুকসুদপুরে আধুনিক ও সাশ্রয়ী প্রিন্টিং সেবার নির্ভরযোগ্য ঠিকানা
নিজস্ব প্রতিবেদক, আজকের জাগরণ | মুকসুদপুর, গোপালগঞ্জ |
মুকসুদপুর উপজেলার প্রিন্টিং সেবায় নতুন মাত্রা যোগ করেছে বিশ্বাস ডিজিটাল প্রিন্টিং প্রেস। আধুনিক প্রযুক্তিনির্ভর এই প্রতিষ্ঠানটি স্বল্প সময়ে উন্নতমানের প্রিন্টিং সেবা, সঠিক সময়ে ডেলিভারি এবং সাশ্রয়ী মূল্যে কাজ সম্পাদনের জন্য ইতোমধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করেছে।
বিশ্বাস ডিজিটাল প্রিন্টিং প্রেস থেকে পাওয়া যাচ্ছে—
✅ পিভিসি, প্যানা, লাইটিং বোর্ড
✅ ব্যানার, ফেস্টুন, পোস্টার
✅ ভিজিটিং কার্ড, ব্রোশিওর, লিফলেট, স্টিকার
✅ ইনভয়েস বুক, ডায়েরি, ক্যালেন্ডার
✅ টি-শার্ট, জার্সি, মগ, প্লেট, ক্যাপ ও ওয়াটার পটে নাম ও ছবি প্রিন্ট
✅ কাস্টম গিফট আইটেম প্রিন্টিংসহ আরও নানা সেবা
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নিখুঁত ও মানসম্মত প্রিন্টিং সেবা নিশ্চিত করছি। গ্রাহকের সময় ও বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করাই আমাদের প্রধান অঙ্গীকার।”
🔔 বিশেষ অফার:
নতুন গ্রাহকদের জন্য প্রথম অর্ডারে ১০% ডিসকাউন্ট!
এছাড়াও, বিশ্বাস ডিজিটাল প্রেসের পাশাপাশি আরও রয়েছে:
📌 বিশ্বাস ট্রাভেল এজেন্সি
📌 বিশ্বাস কম্পিউটার অ্যান্ড স্টুডিও
📌 বিশ্বাস স্পোর্টস হাউজ
📍 ঠিকানা: মুকসুদপুর, গোপালগঞ্জ
📞 যোগাযোগ: ০১৭১১-২৬০২৫২
বিশ্বস্ত সেবা পেতে আজই যোগাযোগ করুন বিশ্বাস নেটওয়ার্কে — ব্যবসা কিংবা ব্যক্তিগত প্রয়োজনে, এক জায়গায় সব সমাধান।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.