গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক মহোদয় ২৩ জুন ২০২৫ তারিখে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করেন এবং ডিজিটাল সেবার মানোন্নয়ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন। ডিজিটাল সেন্টারের কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং আরও উন্নত সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় ইউনিয়নের নাগরিকসেবা, জন্ম-মৃত্যু নিবন্ধন, সমাজসেবা, ভিজিডি, ভিজিএফ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সেবাসমূহ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
জেলা প্রশাসক মহোদয় বলেন, “ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অন্যতম স্তম্ভ হলো ইউনিয়ন ডিজিটাল সেন্টারসমূহ। ইউনিয়ন পর্যায়ে এসব সেন্টার জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিচ্ছে।” তিনি আরও বলেন, “সেবা প্রদানে আন্তরিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং জনগণের সন্তুষ্টিকে অগ্রাধিকার দিতে হবে।”
📍স্থান: মহেশপুর ইউনিয়ন পরিষদ, কাশিয়ানী, গোপালগঞ্জ
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.