নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ
📅 প্রকাশিত: ১৭ জুন ২০২৫
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া এলাকায় পাসপোর্ট হারিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মোঃ সৌরভ ইসলাম (২৫)।
তিনি জানান, গত ১০ এপ্রিল ২০২৫ খ্রিঃ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১:০০টার দিকে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া বাজার এলাকায় তার গুরুত্বপূর্ণ ভ্রমণ নথিপত্র পাসপোর্ট (নং: A00417232) হারিয়ে যায়। বিষয়টি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তাৎক্ষণিকভাবে পরিচিত স্থানগুলোতে খোঁজখবর নিয়েও কোনো সন্ধান পাননি।
পাসপোর্টটি ১৫ মার্চ ২০২১ তারিখে ইস্যু করা হয়। হারানোর পর বিষয়টি তিনি মুকসুদপুর থানায় লিখিতভাবে জানিয়ে জিডি নং: ৯২৯ করেছেন।
তিনি জানান, ইতোমধ্যে হারানো পাসপোর্ট উদ্ধারের জন্য যথাসাধ্য চেষ্টা চালানো হয়েছে, তবে এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পাসপোর্টটি পান, তাহলে নিচের ঠিকানায় বা মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে:
📍 ঠিকানা: খান্দারপাড়া, মুকসুদপুর, গোপালগঞ্জ
📞 মোবাইল: ০১৯৮৮৫৯৪১৩৬
📝 বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। জিডির কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হয়েছে।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.