প্রতিনিধি: আরেফিন মুক্তা, আজকের জাগরণ
ঈদের আনন্দ ও পরিবারের সাথে কাটানো সোনালি মুহূর্তগুলো শেষে আবার কর্মস্থলের পথে রওনা হচ্ছেন গ্রামের নক্ষত্ররা। ঈদের ছুটি শেষে শহরের ব্যস্ত জীবনে ফেরা যেন এক অন্তরের টানাপোড়েন। গ্রাম ছেড়ে যাঁরা চলে যাচ্ছেন, তাঁদের বিদায়ে রয়েছে এক ধরনের নীরব বিষাদ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা যারা গ্রামে থাকি, আমাদের কাছে মনে হয় ঈদের ছুটি লম্বা হয়েছে। কিন্তু যারা ঢাকায় বা অন্য শহরে কাজ করেন, তাঁদের কাছে এই সময়টা ছিল একটানা ঘুম না ভাঙা এক স্বপ্নের মতো।"
নির্মল বাতাস, গ্রামীণ নিস্তব্ধতা আর প্রাকৃতিক পরিবেশ ছেড়ে আবার ঘড়ির কাটায় বাঁধা শহরের জীবনে ফেরা সহজ নয়। তবুও জীবনের বাস্তবতা মানুষকে টেনে নিয়ে যায় কর্মদায়িত্বে।
তাঁদের উদ্দেশ্যে স্থানীয়দের একটাই বার্তা—
"নিরাপদে পৌঁছান, ভালো থাকুন। গ্রাম ও এর বাতাস আপনাদের অপেক্ষায় থাকবে সবসময়।"
এই বিদায় শুধু একটি যাত্রা নয়, বরং হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা সম্পর্কের নিঃশব্দ স্মরণ। ঈদের এই ফিরে যাওয়া যেন এক অব্যক্ত ভালোবাসা ও শিকড়ের টান।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.