বাংলাদেশ দণ্ডবিধির ৩০২ ধারায় দায়েরকৃত একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড মামলার ১ নম্বর আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
র্যাব সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখে দুপুর ১:৩০ মিনিটে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া গ্রামে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত তপন কুমার বৈরাগী (পিতা: সুধীর কুমার বৈরাগী, গ্রাম: খান্দারপাড়া) দীর্ঘদিন পলাতক ছিলেন।
ঘটনার দিন মন্টু মোল্লা (পিতা: ফজর মোল্লা) নামে এক ব্যক্তিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সম্প্রতি ফরিদপুর জেলা শহরে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ০৩ মে ২০২৫ ইংরেজী তারিখ রাতে তপন কুমারকে গ্রেফতার করে।
বাদী পক্ষ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আদালতে একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।
প্রশাসন জানিয়েছে, “আমরা দীর্ঘদিন ধরে তার গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম। গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে তারা আশাবাদী।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.