মুকসুদপুর (গোপালগঞ্জ), ২৬ মে ২০২৫ | আজকের জাগরণ:
মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে একদিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খান্দারপাড়া ইউনিয়ন পরিষদ হলরুম, মুকসুদপুর, গোপালগঞ্জ-এ আয়োজিত এ কর্মশালায় গ্রাম পুলিশদের পেশাগত দক্ষতা উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার প্রায় সকল ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা। প্রশিক্ষণ চলাকালে তাদের আইনশৃঙ্খলা রক্ষা, জরুরি পরিস্থিতি মোকাবিলা, জনসেবায় কার্যকর ভূমিকা পালন এবং পেশাদার আচরণ সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ সায়াদ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-প্রশাসনিক কর্মকর্তা জনাব যাবেদ আলী, খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব ইমারত শেখ এবং ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব শামীম আহমেদ কালাম মোল্লা।
প্রধান অতিথি বলেন, “গ্রাম পুলিশদের দক্ষতা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ও গতিশীল ভূমিকা নিশ্চিত করা সম্ভব। তাদের প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি পাবে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রাম পুলিশ সদস্যরা জানান, এ ধরনের প্রশিক্ষণ তাদের দায়িত্ব পালনে আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধি করবে।
প্রতিবেদন: আজকের জাগরণ
ছবি: নূর আলম শেখ
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.