নিজস্ব প্রতিবেদক | আজকের জাগরণ | গোপালগঞ্জ | ২৭ মে ২০২৫
গোপালগঞ্জের মুকসুদপুরে দিনব্যাপী “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” প্রকল্পের আওতায় এই কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার সকাল ১০টায় মুকসুদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে কংগ্রেসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল কাদের সরকার। সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাসনিম আক্তার এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মুনমুন সাহা।
কংগ্রেসে কৃষকদের অংশগ্রহণে আধুনিক কৃষি প্রযুক্তি, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ছবি: মুকসুদপুরে “পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫” অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইউএনও তাসনিম আক্তার। পাশে অতিথিবৃন্দ।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.