গোপালগঞ্জ, ২৫ মে ২০২৫ (রবিবার):
“নিয়মিত ভূমি উন্নয়ন কর আদায় করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে “ভূমি মেলা ২০২৫” এবং এর অংশ হিসেবে আয়োজিত হয়েছে এক জনসচেতনতামূলক সভা।
জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক জনাব মুহম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মিজানুর রহমান। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব এস এম তারেক সুলতান।
অনুষ্ঠানে বক্তারা ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল ভূমি রেকর্ড, ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ এবং দুর্নীতিমুক্ত সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এ সময় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা, সাংবাদিক এবং নাগরিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ভূমি সেবাবিষয়ক লিফলেট বিতরণ করা হয় এবং নাগরিকদের উদ্দেশ্যে নিয়মিত ভূমি কর পরিশোধ ও ডিজিটাল সেবার সুফল গ্রহণের আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ ভূমি মেলার মাধ্যমে জনগণের মধ্যে ভূমি সেবার প্রতি সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক : নূর আলম শেখ
পুরানা পল্টন, ঢাকা-১২০০।
ইমেইল : ajkerjagaran@gmail.com
Copyright © 2025 আজকের জাগরণ All rights reserved.